![](https://media.priyo.com/img/500x/https://www.banglanews24.com/public/uploads/2023/02/13/1676301267.Espina.jpg)
ফুটবল মাঠেই প্রাণ হারালেন গোলকিপার
মাঠেই মৃত্যুর কোলে ঢলে পড়ার নজির আগেও অনেকবার হয়েছে। এবার ফুটবলবিশ্ব সাক্ষী হলো আরও এক মর্মান্তিক ঘটনার।
বেলজিয়ামের আঞ্চলিক লিগের ক্লাব উইনকেল স্পোর্ট বি দলের গোলরক্ষক আরনে এসপিলের সঙ্গে হয়েছে এই ঘটনা। শনিবার এসকে ওয়েস্ট্রোজেবেকার বিপক্ষে ম্যাচে পেনাল্টি ঠেকানোর পরপরই মারা যান তিনি।
বেলজিয়ান সংবাদমাধ্যম ‘ভিআরটি নিউজ’র সূত্র উল্লেখ করে ব্রাজিলের সংবাদমাধ্যম ‘ল্যান্স’ জানায়, প্রতিপক্ষ দলের পেনাল্টি ঠেকিয়ে মাঠের মধ্যেই জ্ঞান হারিয়ে ফেলেন এসপিল। এরপরই মাঠে ছুটে আসে মেডিকেল দল। কিন্তু আধা ঘণ্টার মতো চেষ্টা করেও তাকে জাগানো সম্ভব হয়নি।
- ট্যাগ:
- খেলা
- গোলরক্ষক
- ক্লাব ফুটবল
- ফুটবল মাঠে মৃত্যু