সেপ্টেম্বর থেকে জরায়ুমুখ ক্যান্সারের টিকা দেবে সরকার
জরায়ুমুখ ক্যান্সারে মৃত্যু ঠেকাতে আগামী সেপ্টেম্বর থেকে বাংলাদেশের নারীদের টিকা দেওয়া শুরু করছে সরকার।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক সোমবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এতথ্য জানিয়েছেন।
জাহিদ মালেক বলেন, “জরায়ুমুখের ক্যান্সার শনাক্তে সারাদেশেই স্ক্রিনিং প্রোগ্রাম আছে। এটা আরও বেগবান করা আমাদের একটি চলমান প্রক্রিয়া।
“এই রোগের একটি টিকা আছে এইচপিভি। সেপ্টেম্বর মাস থেকে দেশের সব নারীদের জন্য এই টিকা কার্যক্রম শুরু করব। আমরা মনে করি, এতে জরায়ুমুখ ক্যান্সার অনেক কমে যাবে।”
বাংলাদেশে নারীরা স্তন ক্যান্সারের পর সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন জরায়ুমুখ ক্যান্সারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, বিশ্বে প্রতি বছর ৫ লাখ ৭০ হাজার নারী জরায়ুমুখ ক্যান্সারে আক্রান্ত হন, মারা যান ৩ লাখের বেশি।
আরেক গবেষণায় দেখা গেছে, বাংলাদেশে প্রতি বছর ৮ হাজার ২৬৮ জন নারীর জরায়ুমুখ ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন। বছরে মারা যাচ্ছে ৪ হাজার ৯৭১ জন।