You have reached your daily news limit

Please log in to continue


আগের দিন কিনলেও উৎসবের দিন সতেজ থাকবে ফুল

একই দিনে উদযাপিত হবে দুই উৎসব। বসন্তবরণ ও ভালোবাসা দিবস আগামীকাল ১৪ ফেব্রুয়ারি। দুই উৎসব উপলক্ষে ফুলের বাজারে এরই মধ্যে লেগে গেছে আগুন। উৎসবের দিন পছন্দের ফুল ঠিকঠাক পাওয়া যাবে কিনা এই সংশয় থেকে অনেকে আগের দিনই কিনে নেন খোঁপা সাজানোর ফুল। আগের দিন কিনে কীভাবে পরদিন পর্যন্ত তাজা রাখবেন সাজের ফুল? জেনে নিন উপায়। 

  • গোলাপ আজকেই কিনে নিতে পারেন বাড়ি ফেরার সময়। কেনার সময় পুরোপুরি প্রস্ফুটিত গোলাপ না কিনে আধ ফোটা ফুল কিনুন। লম্বা ডাঁটা ও পাতাসহ কিনবেন ফুল।
  • বাড়িতে ফিরে পরিষ্কার পানিতে ডুবিয়ে রাখুন ডাঁটাসহ গোলাপ। ডাঁটা কিছুটা ছোট করে কেটে নেবেন পানিতে ডোবানোর আগে। তবে বেশি ছোট করে কাটবেন না। কাটার সময় ৪৫ ডিগ্রি কোণ করে কাটুন। 
  • ফুলদানিতে কাণ্ডের যে অংশটুকু পানিতে ডোবানো থাকবে, তাতে যেন কোনও পাতা না থাকে। 
  • ফুলদানির পানিতে একটা অ্যাসপিরিন ট্যাবলেট ছেড়ে দিন।
  • দুই টেবিল চামচ আপেল সাইডার ভিনিগার, দুই চা চামচ চিনি ও আধা চা চামচ ব্লিচ মিশিয়ে একটি মিশ্রণ বানিয়ে ফুলদানিতে ঢেলে দিতে পারেন। 
  • ফুলদানির পানিতে চা-পাতা অথবা কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে নিলে ফুলের উজ্জ্বলতা বজায় থাকবে।
  • গাঁদা ফুলের মালা কিনে আনলে সেটা একটি পাতলা সুতির কাপড় ভিজিয়ে মুড়ে রাখুন। পরদিন চুলে পরার আধা ঘণ্টা আগে খোলা বাতাসে রাখুন। বের হওয়ার আগে খোঁপা সাজিয়ে নিন ফুলের মালায়। 
  • চুল সাজানোর আগে গোলাপ ফুলদানি থেকে বের করে সুবিধা মতো সাইজে ডাঁটা কেটে নিন। 
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন