ভ্যালেন্টাইনস ডে'তে একা? ভালো সময় কাটাতে কী করবেন
১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস। এই দিনটির জন্য প্রস্তুতিও প্রায় সেরে ফেলেছেন যুগলরা। এই দিনটায় সকলেই তাদের কাছের মানুষকে উপহারটা দিয়ে নিজের মনের ভালোবাসা জানান দেন। প্রেমিক-প্রেমিকারা এই দিনে ভালবাসা উদযাপন করে বলে এমন নয় যে সিঙ্গলরা দিনটি এড়িয়ে যাবেন। আপনি হয়তো সিঙ্গল এবং এই মুহূর্তে সিঙ্গলই থাকতে চান। তাতে সমস্যা নেই। নিজের মতো করে দিনটি উদযাপন করতে পারেন আপনিও।
এই ভ্যালেন্টাইনস ডে একা কাটানে পারেন যেভাবে-
নিজের জন্য উপহার কিনুন: আপনার পছন্দের তালিকায় কি এমন কিছু আছে যা কেনার জন্য সঠিক সময়ের অপেক্ষা করছেন? তাহলে ভ্যালেন্টাইন্স ডে'ই সেটা কেনার সঠিক সময়। নিজের জন্য খরচ করুন এবং তাতে নিজেকে অপরাধী ভাবার কোনও কারণ নেই।
স্পা : স্পা করে মজার দিন কাটান। ভ্যালেন্টাইন্স ডে-তে নিজেকে প্যাম্পার করুন। সম্পূর্ণ বডি ম্যাসাজ, ম্যানিকিওর, পেডিকিওর- আরামদায়ক যা কিছু আপনি ভাবতে পারেন। এর পরে আপনার মন অনেক সতেজ এবং আরও স্বাচ্ছন্দ্য বোধ করবে।
ডেটে যান: সঙ্গী ছাড়া ডেটে যাওয়া যাবে এমন কোনো কথা নেই। প্রাকৃতিক ক্যাফে, যাদুঘর, পার্ক বা সিনেমা, থিয়েটার সম্পূর্ণ একা যেতে পারেন এবং উপভোগ করতে পারেন। ড্রেস আপ করুন এবং নিজের সাথে সুন্দর দিনটি কাটান।
বন্ধুদের গেট টু-গেদার: আপনার সব সিঙ্গল বন্ধুদের নিয়ে বাড়িতে পার্টির আয়োজন করুন এবং একসঙ্গে একা থাকার আনন্দ উদযাপন করুন।খুব সহজে স্ন্যাকস তৈরি করুন। যারা আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসে তাদের সঙ্গে আপনি নাচতে পারেন, গান করতে পারেন এবং কথা বলতে পারেন। ভ্যালেন্টাইনস ডে তো মজা করারই দিন।
একা কিন্তু সময়টা রোমান্টিক ভাবে উপভোগ করতে চান? শুধু প্রেমের গান শুনবেন না, পাশাপাশি গান করুন এবং আপনার আবেগকে বের করে আনুন। আপনার কাছের বন্ধুকে কল করুন। তার সঙ্গে কথা বরূন। আপনার পছন্দের গানগুলির একটি প্লেলিস্ট তৈরি করুন৷ জোরে জোরে গান গেয়ে ফেললেও মন্দ হয় না।
- ট্যাগ:
- লাইফ
- একা থাকা
- বিশ্ব ভালোবাসা দিবস