৫০টি তালগাছ ধ্বংসের চেষ্টা: আওয়ামী লীগ নেতাকে আদালত প্রাঙ্গণে সন্ধ্যা পর্যন্ত দাঁড়িয়ে থাকার নির্দেশ হাইকোর্টের
রাজশাহীর বাগমারা উপজেলায় কীটনাশক দিয়ে ৫০টি তালগাছ ধ্বংসের চেষ্টা করায় আওয়ামী লীগ নেতা শাহরিয়ার আলমকে সন্ধ্যা ৬টা পর্যন্ত আদালত প্রাঙ্গণে দাঁড়িয়ে থাকার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি একেএম রবিউল হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আসামির বক্তব্য শুনে এ আদেশ দেন।
গত ১ ফেব্রুয়ারি একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, রাজশাহীর বাগমারা উপজেলার একটি সরকারি সড়কের পাশে লাগানো তালগাছ ধ্বংসের চেষ্টায় জড়িত ছিলেন সুভোডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহরিয়ার আলম।
এ ঘটনায় বাগমারা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।