You have reached your daily news limit

Please log in to continue


যন্ত্রপাতিতে জমছে ধুলা, উদ্বোধনের ৮ বছরেও চালু হয়নি আইসিইউ

জামালপুর জেনারেল হাসপাতালে ২০১৫ সালে দুই শয্যা বিশিষ্ট ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) উদ্বোধন করা হয়। আট বছর পেরিয়ে গেলেও শুরু হয়নি এর কার্যক্রম। এলাকাবাসীর অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলার কারণেই আইসিইউটি চালু করা হয়নি। এতে করে নষ্ট হতে বসেছে আইসিইউর কোটি টাকার যন্ত্রপাতি। তবে দক্ষ জনবল না থাকার অভাবে আইসিইউ চালু করতে পারেনি বলে জানিয়েছেন হাসপাতালের কর্তৃপক্ষ।

হাসপাতালের প্রশাসনিক কার্যালয় সূত্র জানায়, মুমূর্ষু রোগীদের নিবিড় পর্যবেক্ষণের জন্য স্বাস্থ্য ও পরিবার মন্ত্রণালয়ের অর্থায়নে ২০১৫ সালে আইসিইউটি উদ্বোধন করা হয়। সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী প্রয়াত মোহাম্মদ নাসিম এর উদ্বোধন করেছিলেন। দুই শয্যাবিশিষ্ট আইসিইউতে মুমূর্ষু রোগীদের রেখে চিকিৎসা দেওয়ার কথা। কিন্তু প্রশিক্ষিত জনবল ও পর্যাপ্ত পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা না থাকায় এটি এখন পর্যন্ত চালু করতে পারছে না হাসপাতাল কর্তৃপক্ষ।

 
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন