You have reached your daily news limit

Please log in to continue


ক্রেতা সেজে গাউছিয়া-নিউ মার্কেটে ঘুরে ইভটিজাররা!

ঢাকা: দেশে লুট খুন অপহরণের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ইভটিজিং ও ধর্ষণ। প্রতিদিন সংবাদপত্র খুললে ধর্ষণ কিংবা যৌন হয়রাণির ঘটনা আমাদের চোখে পড়েই।

দিনে দিনে এ দেশ যেন ইভটিজার-ধর্ষকদের অভয়ারণ্য হয়ে উঠছে। এ নিয়ে মাথা ব্যথা নেই কারও। নারীরা বেশিভাগ সময় ইভটিজিংয়ের শিকার হন জনবহুল এলাকায় অথ্যাৎ শপিংমলে। বাসেও নারীরা হয়রানির শিকার হয়ে থাকেন। অনেক নারীরাই এজন্য পাবলিক বাস এড়িয়ে চলেন। ঢাকার গাউসিয়া-নিউ মার্কেট এলাকা যেন দিন দিন ইভটিজারদের অভয়ারণ্য হয়ে উঠছে। এ মার্কেট এলাকায় রয়েছে কিশোর গ্যাং, ছিনতাইকারী ও নেশাখোরদের চক্র। মার্কেটের আশপাশেই তাদের বিচরণ। যারা সুযোগ বুঝে চুরি ছিনতাইয়ের পাশাপাশি নারীদের হয়রানি করাও বাদ রাখে না। ক্রেতা সেজে মার্কেটে ভিড়ের ভেতরে ঢুকে ইচ্ছাকৃতভাবে নারীদের নানাভাবে বিরক্ত করে তারা। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন