সরকারি হাসপাতাল: বিশেষজ্ঞ স্বাস্থ্যসেবা দিতে আলোচনায় নীতিমালা
৩০০ টাকার টিকিট কেটে সরকারি হাসপাতালে অফিস-পরবর্তী সময়ে বিশেষজ্ঞ চিকিৎসাসেবা নেওয়া যাবে। বেলা তিনটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত মিলবে এই সেবা। বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শের পাশাপাশি থাকবে ছোট-বড় অস্ত্রোপচার ও বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার সুবিধা। আদায় করা অর্থের একটি অংশ পাবেন বিশেষজ্ঞ চিকিৎসক, একটি অংশ পাবে হাসপাতালের সংশ্লিষ্ট বিভাগ এবং একটি অংশ যাবে রাষ্ট্রীয় কোষাগারে।
এ ধরনের নানা নিয়ম রেখে সারা দেশের সরকারি হাসপাতালে ইনস্টিটিউশনাল প্র্যাকটিস পরিচালনায় একটি নীতিমালা প্রণয়ন করা হয়েছে। যার নামকরণ করা হয়েছে ‘অফিস সময় পরবর্তী বিশেষজ্ঞ স্বাস্থ্যসেবা নীতিমালা-২০২৩’। এটি দেশের সব সরকারি (ইনস্টিটিউট, জেলা, উপজেলা পর্যায়ের) হাসপাতালের ক্ষেত্রে প্রযোজ্য হবে।