প্রবৃদ্ধি কমলেও এশিয়ার প্রযুক্তি খাত পুনরুদ্ধারের আশা

বণিক বার্তা প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:৫৫

কয়েক বছরে স্টার্টআপ থেকে শুরু করে প্রযুক্তি জায়ান্টরা ভালো প্রবৃদ্ধি অর্জন করেছে। বর্তমানে এসব প্রতিষ্ঠান কম প্রবৃদ্ধির পূর্বাভাস দিচ্ছে। ২০২২ সালের তৃতীয় প্রান্তিকে ভেঞ্চার ক্যাপিটালের বিনিয়োগ ও চুক্তি বৈশ্বিকভাবে অনেক নিচে নেমে গেছে। কভিড-১৯ মহামারী শুরুর আগে এমন পতন আগে দেখা যায়নি। বিনিয়োগে এ শ্লথগতি উত্তর আমেরিকা ও ইউরোপে আঘাত করলেও এশিয়া সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর দ্য স্ট্রেইটসটাইমস।


বিনিয়োগ কমে যাওয়ায় ২০২২ সালে উদীয়মান অর্থনীতি ও বড় আয়ের এশিয়ান দেশগুলোয় বিরূপ প্রভাব ফেলেছে। এর মধ্যে ভারত ও চীন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে প্রযুক্তিকর্মীদের ছাঁটাই স্বাভাবিক বিষয়ে পরিণত হয়েছে। বিভিন্ন কারণে প্রযুক্তি খাতে নেতিবাচক প্রভাব পড়েছে। এর মধ্যে কেন্দ্রীয় ব্যাংকগুলোর আক্রমণাত্মক নীতি, কভিড-১৯-পরবর্তী মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বড় দেশগুলোর বিভিন্ন উদ্যোগ, ইউক্রেনে রাশিয়ার সামরিক আগ্রাসন এবং খাদ্য ও জ্বালানির উচ্চমূল্য উল্লেখযোগ্য। ২০২১ সালকে প্রযুক্তি খাতের উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের বছর বলা হলেও ২০২২ সাল সে ধারার বাইরে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও