You have reached your daily news limit

Please log in to continue


প্রবৃদ্ধি কমলেও এশিয়ার প্রযুক্তি খাত পুনরুদ্ধারের আশা

কয়েক বছরে স্টার্টআপ থেকে শুরু করে প্রযুক্তি জায়ান্টরা ভালো প্রবৃদ্ধি অর্জন করেছে। বর্তমানে এসব প্রতিষ্ঠান কম প্রবৃদ্ধির পূর্বাভাস দিচ্ছে। ২০২২ সালের তৃতীয় প্রান্তিকে ভেঞ্চার ক্যাপিটালের বিনিয়োগ ও চুক্তি বৈশ্বিকভাবে অনেক নিচে নেমে গেছে। কভিড-১৯ মহামারী শুরুর আগে এমন পতন আগে দেখা যায়নি। বিনিয়োগে এ শ্লথগতি উত্তর আমেরিকা ও ইউরোপে আঘাত করলেও এশিয়া সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর দ্য স্ট্রেইটসটাইমস।

বিনিয়োগ কমে যাওয়ায় ২০২২ সালে উদীয়মান অর্থনীতি ও বড় আয়ের এশিয়ান দেশগুলোয় বিরূপ প্রভাব ফেলেছে। এর মধ্যে ভারত ও চীন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে প্রযুক্তিকর্মীদের ছাঁটাই স্বাভাবিক বিষয়ে পরিণত হয়েছে। বিভিন্ন কারণে প্রযুক্তি খাতে নেতিবাচক প্রভাব পড়েছে। এর মধ্যে কেন্দ্রীয় ব্যাংকগুলোর আক্রমণাত্মক নীতি, কভিড-১৯-পরবর্তী মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বড় দেশগুলোর বিভিন্ন উদ্যোগ, ইউক্রেনে রাশিয়ার সামরিক আগ্রাসন এবং খাদ্য ও জ্বালানির উচ্চমূল্য উল্লেখযোগ্য। ২০২১ সালকে প্রযুক্তি খাতের উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের বছর বলা হলেও ২০২২ সাল সে ধারার বাইরে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন