আকাশে যুক্তরাষ্ট্রের ধ্বংস করা বস্তুগুলো ভিনগ্রহের?

সমকাল প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:৩৭

উত্তর আমেরিকার আকাশে ভেসে বেড়ানো যে অজ্ঞাত বস্তুগুলো যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী ধ্বংস করেছে সেগুলো ভিনগ্রহ থেকে আগত কিনা সে প্রশ্ন উঠেছে। শীর্ষ এক মার্কিন জেনারেলও এ বিষয়ে পরিষ্কার কোনো ধারণা দিতে পারেননি।


এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে যুক্তরাষ্ট্রের উত্তর আমেরিকার আকাশসীমা প্রতিরক্ষা কমান্ড (এনওআরএডি) ও উত্তরাঞ্চলের কমান্ডের প্রধান জেনারেল গ্লেন ভ্যানহার্ক বলেছেন, মার্কিন সামরিক বাহিনীর ধ্বংস করা বস্তুগুলো এলিয়েন বা ভিনগ্রহ থেকে আগত নয়- এমন সম্ভাবনার বিষয়টি তিনি অস্বীকার করছেন না। খবর হিন্দুস্তান টাইমসেরতিনি বলেন, মার্কিন গোয়েন্দা বিশেষজ্ঞরা অনুসদ্ধান চালিয়ে এই বস্তুগুলো সম্পর্কে কী তথ্য বের করতে পারে তার ওপর নির্ভর করে বলা যাবে এগুলো আসলেই এলিয়েন ছিল নাকি অন্যকিছু।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও