বৈদ্যুতিক গাড়ি আগামীর বাহন
সারা বিশ্বেই বৈদ্যুতিক গাড়ির ব্যবহার বাড়ছে। তারই ধারাবাহিকতায় বাংলাদেশেও বৈদ্যুতিক গাড়ির বাজারজাত শুরু করেছে কয়েকটি প্রতিষ্ঠান। বাংলাদেশে বিদ্যুচ্চালিত বা ইলেকট্রিক গাড়ি এখনো প্রাথমিক পর্যায়ে আছে। রাস্তায় জ্বালানি তেল ও গ্যাসে চলা গাড়ির তুলনায় বৈদ্যুতিক গাড়ির সংখ্যা তাই এখনো খুব কম। সম্প্রতি অডি বাংলাদেশ তাদের ‘ই-ট্রোন ইলেকট্রিক এসইউভি’ দেশের বাজারে ছেড়েছে। অনেকের ধারণা আগামী দিনে বৈদ্যুতিক গাড়ি বাজার সম্প্রসারিত হবে। এর ব্যবহারও বাড়বে।
কেন বৈদ্যুতিক গাড়ি? বাংলাদেশে অডির অনুমোদিত প্রতিনিধি প্রোগ্রেস মোটরস ইমপোর্টস লিমিটেডের বিপণন ব্যবস্থাপনা আবদুল্লাহ আর রাকিব এ ব্যাপারে জানান, ইলেকট্রিক গাড়ির সবচেয়ে বড় সুবিধা হলো এটি পরিবেশবান্ধব। তাই এটি ব্যবহারে পরিবেশের কম ক্ষতি হয়। তাই বৈশ্বিক উষ্ণতা, জ্বালানির মূল্যবৃদ্ধি, কালো ধোঁয়া নির্গমন এবং আরও অনেক সমস্যার সমাধান রয়েছে বৈদ্যুতিক গাড়ির কাছে। বিশ্বের মধ্যে বাষুদূষণের শহরগুলোর মধ্যে ঢাকার অবস্থান সবার ওপরের দিকে। তাই ঢাকার মতো শহরের জন্য বৈদ্যুতিক গাড়ি বড় সুবিধাই হতে পারে।’