চ্যাটজিপিটি আসছে এবার অপেরা’র সাইডবারে

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২৩, ২২:৩৯

নিজস্ব ব্রাউজারে বিভিন্ন ওয়েব পেইজ ও প্রতিবেদনের সংক্ষিপ্ত বিবরণী তৈরির উদ্দেশ্যে এতে চ্যাটজিপিটি চালিত টুল যোগ করছে অপেরা।


নতুন এই ফিচারের নাম ‘শর্টেন’। ব্রাউজারে এআই টুল সমন্বয়ে বিস্তৃত পরিকল্পনার অংশ হিসেবে ফিচারটি আনছে অপেরা। এদিকে, ‘এজ’ ব্রাউজারে একই ধরনের সুবিধা চালু করেছে প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফট।


অপেরার ব্লগ পোস্টের এক নমুনায় দেখা যায়, ব্রাউজারের অ্যাড্রেস বারের ডানপাশে থাকা ‘শর্টেন’ নামের বাটনে চাপ দেওয়ার মাধ্যমে ব্যবহারকারী এটি চালু করতে পারবেন। এর পর থেকেই ব্রাউজারের বামপাশে চ্যাটজিপিটি’সহ একটি সাইডবার উঠে আসবে, যা ব্যবহারকারীর দেখা বিভিন্ন নিবন্ধ বা ওয়েব পেইজের ঝরঝরে ও সাজানো এক সারাংশ তৈরি করবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও