শেষের গোলে লিডসকে হারালেন রাশফোর্ড-গারনাচো

সমকাল প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২৩, ২২:৩৪

ম্যানচেস্টার ইউনাইটেড এবং লিডস ইউনাইটেডের মধ্যে এক সময় তুমুল প্রতিদ্বন্দ্বীতা ছিল। লিডস পুরনো ঐতিহ্য হারালেও লড়াই করতে ভোলেনি। সর্বশেষ লিগ ম্যাচে ম্যানইউ-এর মাঠ থেকে দুই গোলের লিড নিয়েও ২-২ গোলের হতাশার সমতায় মাঠ ছাড়ে তারা। 


রোববার ঘরের মাঠে রেড ডেলিভসদের আটকে দেওয়ার পথ রচনা করে ফেলেছিল হোয়াইটসরা। তবে শেষ দিকে গোলের দুর্দান্ত ধারায় থাকা মার্কোস রাশফোর্ড এবং তরুণ আর্জেন্টাইন ফরোয়ার্ড আলেজান্দ্রো গারনাচোর গোলে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে এরিক টেন হ্যাগের ম্যানইউ। 


ম্যাচের প্রথমার্ধে গোল করতে পারেনি কোন দল। মাত্র ৩২ শতাংশ বল পায়ে রেখেও ম্যানইউ-এর চেয়ে বেশি আক্রমণ তুলেছিল লিডস। দ্বিতীয়ার্ধেও দুই দল গোলের লড়াই চালিয়ে যায়। প্রথম সাফল্য পায় ম্যানইউ। ম্যাচের ৮০ মিনিটে ইংলিশ স্ট্রাইকার রাশফোর্ড দলকে লিড এনে দেন। তাকে গোলে সহায়তা দেন লুক শ’। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও