বরিশালে নিপাহ ভাইরাসের উপসর্গ নিয়ে পুলিশ সদস্যের মৃত্যু
বরিশালে নিপাহ ভাইরাসের উপসর্গ নিয়ে পলাশ মোল্লা (২২) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
পলাশ মোল্লা পিরোজপুর জেলা পুলিশ লাইনসে কনস্টেবল পদে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি মাগুরা সদর উপজেলার ওলিমারা গ্রামে। তিনি ওই গ্রামের অলিউর মোল্লার ছেলে। পলাশ মোল্লা নিপাহ ভাইরাসে আক্রান্ত ছিলেন বলে ধারণা করছেন চিকিৎসকেরা। এ জন্য তাঁর নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে তাঁর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- নিপা ভাইরাস
- পুলিশের মৃত্যু