কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

শ্রীলঙ্কাকে হারানোর আশা কি দুরাশা

প্রথম আলো প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:৩৫

মেয়েদের টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়া পাঁচবারের চ্যাম্পিয়ন, বর্তমানে র‌্যাঙ্কিংয়ের ১ নম্বর দলও। নিউজিল্যান্ড আছে মেয়েদের টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের তৃতীয় স্থানে, দক্ষিণ আফ্রিকা ৫ নম্বরে। নবম স্থানে থাকা বাংলাদেশের ঠিক ওপরে শ্রীলঙ্কা। হঠাৎ করে মেয়েদের টি-টোয়েন্টির এই পাঁচটি দলের ফিরিস্তি দেওয়ার একটাই কারণ—এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে পাঁচ দল পড়েছে এক গ্রুপে।


সব জানার পর কী মনে হয়, এ গ্রুপে শীর্ষ দুই দলের মধ্যে থেকে বাংলাদেশ কি সেমিফাইনালে খেলতে পারবে! ভাবনাটা বাস্তবসম্মত হলে সেটা ‘না’-ই হওয়ার কথা। এ কারণেই কি না বিশ্বকাপ খেলতে দক্ষিণ আফ্রিকা যাওয়ার আগে দেশের ক্রিকেটপ্রেমীদের বড় কোনো স্বপ্ন দেখায়নি দল। তবে যেকোনো টুর্নামেন্ট থেকেই কিছু পাওয়ার আশা তো থাকেই। বাস্তবতা মেনে বাংলাদেশের দলের সেই আশা, অন্তত একটি হলেও জয় নিয়ে ফেরা। সেই জয়ের আশাটা কোন দলের বিপক্ষে বেশি, সেটাও র‌্যাঙ্কিং থেকে অনুমান করা কঠিন কিছু নয়। শ্রীলঙ্কা!

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও