 
                    
                    কার্গো জাহাজ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
মুন্সিগঞ্জের গজারিয়ার আনোয়ার সিমেন্ট ঘাট এলাকায় কার্গো জাহাজ থেকে পড়ে আকাশ সিকদার (২০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে বেলা সাড়ে ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আকাশ সিকদারের সহকর্মী মো. জাবেদ মোল্লা জানান, আলম কার্গো জাহাজের কর্মচারী ছিলেন আকাশ। জাহাজে আনলোড করার সময় অসাবধানতাবশত নিচে পড়ে গুরুতর আহত হন। পরের দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতাল নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
- ট্যাগ:
- বাংলাদেশ
- শ্রমিকের মৃত্যু
- কার্গো জাহাজ
 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                