ছাত্রলীগ কি আইনকানুনের ঊর্ধ্বে

প্রথম আলো সম্পাদকীয় প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:০৬

অভিভাবক প্রতিষ্ঠান আওয়ামী লীগের উপদেশ কিংবা কেন্দ্রীয় নেতৃত্বের সতর্কবার্তা—কিছুই ছাত্রলীগের নেতা-কর্মীরা আমলে নিচ্ছেন না। তাঁরা একের পর এক শিক্ষাপ্রতিষ্ঠানে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েই যাচ্ছেন। তঁাদের রোষানল থেকে ভিন্ন ছাত্রসংগঠনের নেতা-কর্মী, সাংবাদিক ও সাধারণ শিক্ষার্থী কেউ রেহাই পাচ্ছেন না।


প্রথম আলোর খবর থেকে জানা যায়, চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) শাখা ছাত্রলীগের ‘নির্যাতনের’ শিকার শিক্ষাপ্রতিষ্ঠানটির দুই ছাত্রকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে। ওই দুই ছাত্র হলেন জাহিদ হোসেন ওরফে ওয়াকিল ও সাকিব হোসেন। ছাত্রশিবির সন্দেহে বুধবার রাত থেকে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত চমেকের প্রধান ছাত্রাবাসে তাঁদের ছাত্রলীগের নেতা-কর্মীরা নির্যাতন করেন বলে অভিযোগ। একই সময় এস এ রায়হান ও মোবাশ্বির হোসেন নামের অপর দুই ছাত্রকে নির্যাতন করে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। তঁারা সবাই মেডিকেলের চতুর্থ বর্ষের শিক্ষার্থী।


চমেক সূত্রে জানা যায়, বুধবার রাতে ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী ওই চার ছাত্রকে ছাত্রাবাসের নিজ নিজ কক্ষ থেকে ডেকে নিয়ে যান। পরে তাঁদের অন্য একটি কক্ষে নিয়ে নির্যাতন করা হয়। নির্যাতনে তাঁদের শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে তাঁদের বাড়িতে চলে যেতে বলা হয়। রায়হান ও মোবাশ্বির বাড়িতে ফিরে যান। জাহিদ ও সাকিব চমেক হাসপাতালে চিকিৎসা নিতে গেলে ঘটনা জানাজানি হয়।


অভিযোগের বিষয়ে চমেক ছাত্রলীগের নেতা অভিজিৎ দাশ সাংবাদিকদের বলেন, ‘তাঁরা (চার ছাত্র) শিবির করেন। গোপনে এই কাজগুলো তাঁরা করে যাচ্ছিলেন। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। মারা হয়নি।’ যদি মারাই না হবে, তাহলে আইসিইউতে ভর্তি হতে হলো কেন? এই চার ছাত্র যদি বেআইনি কোনো কাজ করে থাকেন, আইনি ব্যবস্থা নেওয়ার দায়িত্ব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর; ছাত্রলীগের নয়।


চমেকে ছাত্রলীগের দুটি ধারা সক্রিয়। মহিবুলের বাইরে সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের একটি পক্ষ চমেকে সক্রিয়। ২০২১ সালের ৩০ অক্টোবর ছাত্রলীগের দুই পক্ষের মারামারির পর চমেক বন্ধ ঘোষণা করা হয়। তখন মারামারিতে মহিবুলপন্থী মাহাদি জে আকিব নামের এক ছাত্র গুরুতর আহত হয়েছিলেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও