![](https://media.priyo.com/img/500x/https://gumlet.assettype.com/bdnews24%2F2023-02%2F99ae0447-f2be-4391-acf5-804629dc80a2%2Ftwitter_reuters_110223_03.jpg?auto=format%2Ccompress&fmt=webp&format=webp&w=768)
নিষিদ্ধ অ্যাকাউন্ট ফিরিয়ে কোটি ডলার কামাই টুইটারের?
নিজস্ব প্ল্যাটফর্মের কিছু সংখ্যক কুখ্যাত ব্যবহারকারীর অ্যাকাউন্ট থেকে সম্ভবত অর্থ উপার্জন করছে সামাজিক প্ল্যাটফর্ম টুইটার।
গবেষণায় উঠে আসা তথ্য বলছে এই অর্থের পরিমান কোটি ডলারের বেশিও হতে পারে।
‘সেন্টার ফর কাউন্টারিং ডিজিটাল হেইট (সিসিডিএইচ)’ নামের অলাভজনক সংস্থার গবেষণা বলছে, একসময় প্ল্যাটফর্মে নিষিদ্ধ ছিল, এমন কেবল ১০টি অ্যাকাউন্টের কাছ থেকে বছরে এক কোটি ৯০ লাখ ডলারের বিজ্ঞাপনী আয় করবে টুইটার।
ওই প্রতিবেদনে ঘৃণামূলক কনটেন্ট ও বিপজ্জনক ষড়যন্ত্রবাদের তথ্য প্রকাশ করা এমন ১০টি অ্যাকাউন্টের বর্তমান কার্যক্রমের ওপর অনুসন্ধান চালানো হয়। ইলন মাস্কের অধিগ্রহণের পর টুইটার তাদের অ্যাকাউন্ট প্ল্যাটফর্মে পুনরায় ফিরিয়ে আনে। এই দলে আছেন ইনফ্লুয়েন্সার অ্যান্ড্রু টেইট, মার্কিন বিতর্কিত ওয়েবসাইট ‘ডেইলি স্ট্রমার’-এর প্রতিষ্ঠাতা অ্যান্ড্রু অ্যাংগ্লিন, পরিচিত ‘ভ্যাক্সিন বিরোধী’ রবার্ট মেলোন ও মার্কিন সাইট ‘গেইটওয়ে পান্ডিট’সহ বেশ কিছু সংখ্যক চরমপন্থী ও ষড়যন্ত্র তত্ত্ব সংশ্লিষ্ট হাই প্রোফাইল অ্যাকাউন্ট।
এইসব অ্যাকাউন্টের নাগাল ও সম্পৃক্ততা অনুমানে, ডিসেম্বর ও জানুয়ারির মধ্যবর্তী ৪৭ দিনের প্রায় ১০ হাজার টুইট বিশ্লেষণ করে দেখেছে সিসিডিএইচ।
- ট্যাগ:
- প্রযুক্তি
- অ্যাকাউন্ট
- নিষিদ্ধ
- অর্থ আয়
- টুইটার