![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2023-02%252Fab26c893-6d01-434a-a3f8-77f499ef653e%252Fmeghna.jpg%3Fauto%3Dformat%252Ccompress%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D1.1)
ডুবে যাওয়া জাহাজের নাবিক–মালিকের বিরুদ্ধে উল্টো মামলা
চট্টগ্রাম বন্দর থেকে মুন্সিগঞ্জে যাওয়ার পথে গত মঙ্গলবার গভীর রাতে মেঘনায় এক জাহাজের ধাক্কায় আরেকটি জাহাজ ডোবার ঘটনায় মামলা হয়েছে। তবে মামলাটি হয়েছে ডুবে যাওয়া জাহাজ ‘এমভি রোকনুর–১’–এর নাবিক ও মালিককে আসামি করে। গত বুধবার লক্ষ্মীপুরের রামগতি থানায় মামলাটি করা হলেও আজ শনিবার বিষয়টি জানাজানি হয়।
ধাক্কা দেওয়া জাহাজ ‘এমভি প্রগতি গ্রিন লাইন–১’–এর মাস্টার নিজাম উদ্দিন সরদার মামলাটি করেন। মামলায় এমভি রোকনুর–১–এর মাস্টার জাকির, ড্রাইভার রহিম ও মালিক রোকনুর নেভিগেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আমিরুল হককে আসামি করা হয়েছে।