কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

সেমিফাইনাল খেলার স্বপ্ন নিগার সুলতানাদের

প্রথম আলো প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২৩, ২২:২৩

এ নিয়ে পঞ্চমবারের মতো টি–টোয়েন্টি বিশ্বকাপে খেলছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।


এই টুর্নামেন্টে ‘সুখস্মৃতি’ বলতে যা বোঝায়, সেটি ৯ বছর আগের। ২০১৪ সালে ঘরের মাঠের টি–টোয়েন্টি বিশ্বকাপে দুটি ম্যাচ জিতেছিলেন সালমা খাতুন–জাহানারা আলমরা। এর পর আরও চারটি টি–টোয়েন্টি বিশ্বকাপ খেলেছেন বাংলাদেশের নারীরা। কিন্তু অর্জনের ঘরটা শূন্যই। চারবারই থাকতে হয়েছে জয়হীন। এবার দক্ষিণ আফ্রিকাতে সেই খরাই কাটাতে চান তাঁরা।


রোববার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। শনিবার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এসে অধিনায়ক নিগার সুলতানা শুধু জেতার লক্ষ্যই নয়, সেমিফাইনালে খেলার স্বপ্নের কথাও জানিয়ে রাখলেন, ‘আমরা যে এখানে শুধু অংশগ্রহণ করতে আসিনি, লড়তে এসেছি, তা দেখানোর সুযোগটি নিতে চাই। আমরা ৪টি বিশ্বকাপ খেলেছি। কিন্তু ২০১৪ সালের পর আর জয় পাইনি। তাই আমরা (দীর্ঘ অপেক্ষার পর) প্রথম জয়ের আশা করছি। পরে মোমেন্টাম ধরে রেখে সামনে এগোতে চাই। অবশ্যই আমরা ভালো খেলতে চাই। আমরা সেমিফাইনাল খেলতে এসেছি এখানে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও