You have reached your daily news limit

Please log in to continue


মেসি অবসর নিলে ব্যালন জিতবেন এমবাপ্পে: মার্টিনেজ

২০০৯ সালে লিওনেল আন্দ্রেস মেসি যখন প্রথম ব্যালন ডি’অর জিতেন তখন এই ফুটবল মহাতারকার বয়স মাত্র ২২। এই আর্জেন্টাইন জাদুকর নিজের প্রথম ব্যালন জেতার পথে পেছনে ফেলেন জাভি, ইনিয়েস্তা, ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো ফুটবল গ্রেটদের।

মেসির বয়স এখন ৩৫ বছর। এখনও ব্যালন ডি’অর জয়ের পথে মেসি থাকেন প্রথম পছন্দের তালিকায়। মেসির সঙ্গে যাদের লড়াই চলে তারমধ্যে সবচেয়ে বড় নাম ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। বয়স ২৪ হয়ে গেলেও, নামের পাশে একটি বিশ্বকাপের শিরোপা থাকলেও এমবাপ্পে এখনও পর্যন্ত কোনো ব্যালন ডি’অর জিততে পারেননি।

যদিও পরিসংখ্যান বিবেচনা নিলে ২৪ বছর বয়সে মেসি, রোনালদোর চেয়েও বেশ এগিয়ে এমবাপ্পেই। বিশ্বকাপের শিরোপাও আছে এই ফরাসি তারকার নামের পাশে। তবে মেসির আর্জেন্টাইন সতীর্থ এমিলিয়ানো মার্টিনেজ মনে করেন, মেসি থাকাকালীন ব্যালন জেতা কষ্টের হবে এমবাপ্পের। তবে এই প্রতিভাবান ফরাসি ফুটবলার অনেক ব্যালন জিতবেন, যখন মেসি অবসর নেবেন তখনই কেবল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন