![](https://media.priyo.com/img/500x/https://www.banglanews24.com/public/uploads/2023/02/11/1676129534.5-20210608105425.jpg)
‘প্লাস্টিকের যত্রতত্র ব্যবহারে সামুদ্রিক দূষণ বাড়ছে’
অতিরিক্ত প্লাস্টিক দ্রব্যের ব্যবহারের কারণে সামুদ্রিক দূষণ মারাত্মক আকার ধারণ করার আশঙ্কা প্রকাশ করেছেন গবেষকরা। এজন্য প্লাস্টিকের ব্যবহার নিয়ন্ত্রণের ওপর গুরুত্বারোপ করেন তারা।
শনিবার (১০ ফেব্রুয়ারি) কক্সবাজার সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে বাংলাদেশে সমুদ্র বিজ্ঞান শিক্ষা ও গবেষণার ৫০ বছরপূর্তি উপলক্ষে বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউট ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ওশানোগ্রাফি বিভাগের যৌথভাবে আয়োজিত এ সেমিনারে আলোচকরা এ মন্তব্য করেন।
সেমিনারে সমুদ্র গবেষকরা জানিয়েছেন মানুষের ব্যবহার্য্য শত শত টন অপচনশীল প্লাস্টিক সাগরে চলে যাচ্ছে। জেলেদের জালে আগামীতে মাছের চেয়ে প্লাস্টিকই বেশি উঠে আসবে।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীন আখতার এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপ-উপাচার্য প্রফেসর বেনু কুমার দে।