You have reached your daily news limit

Please log in to continue


সমাজমাধ্যমে অন্য এক ঋষভের সঙ্গে ছবি, উর্বশীর জীবনে কোন অধ্যায়ের শুরু?

উর্বশীর সমাজমাধ্যমের পাতায় অন্য ঋষভের ছবি। পন্থ নন, ইনি ঋষভ শেট্টি। ‘কান্তারা’ ছবির পরিচালক। সমাজমাধ্যমের পাতায় এ বার ঋষভ শেট্টির সঙ্গে ছবি পোস্ট করলেন উর্বশী রউতেলা। অভিনেত্রীর জীবনে কি নতুন কোনও অধ্যায়ের সূচনা? শুরু জল্পনা। তবে শোনা যাচ্ছে, ব্যক্তিগত নয়, একান্তই কর্মজীবন সংক্রান্ত আপডেট সবার সঙ্গে ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। খবর, ‘কান্তারা’ ফ্র্যাঞ্চাইজির পরের ছবিতে অন্যতম মুখ্য চরিত্রে অভিনয় করতে চলেছেন উর্বশী। কাজ শুরুর আগে সেই খবরই সমাজমাধ্যমের পাতায় শেয়ার করেছেন তিনি। উর্বশীর ছবির বিবরণীও সেই কথাই বলছে। ছবিতে পরিচালক ঋষভ শেট্টিকে ট্যাগ করে #কান্তারা২ লেখেন অভিনেত্রী।

কোভিড ও লকডাউন পরবর্তী সময়ে অনন্য নজির গড়েছে ‘কান্তারা’। প্রেক্ষাগৃহে সেঞ্চুরি হাঁকিয়েছে ইতিমধ্যেই। বক্স অফিসে ব্যবসাও করে ফেলেছে ৪০০ কোটির বেশি। গোটা দেশের দর্শক ও সমালোচকের মন জয় করেছে এই ছবি। ‘কান্তারা’র অভূতপূর্ব সাফল্যের পরে এ বার পরের ছবিতে মন দিয়েছেন পরিচালক ঋষভ শেট্টি। কাজও শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। প্রথমে ভাবা হয়েছিল, ‘কান্তারা’ ছবির সিক্যুয়েল নিয়ে কাজ করতে চলেছেন পরিচালক। তবে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ঋষভ শেট্টি জানান, সিক্যুয়েল নয়, বরং পরের ছবি হতে চলেছে ‘কান্তারা’র প্রিক্যুয়েল। এ বার উর্বশীর পোস্টের পর ছবি নিয়ে কৌতূহল আরও বেড়েছে অনুরাগীদের।

‘কান্তারা’ ছবিতে প্রাচীন লোকগাথাকে বড় পর্দায় ফুটিয়ে তুলেছিলেন পরিচালক। জনপ্রিয়তার জেরে কন্নড়, তামিল, হিন্দি ও ইংরেজি ভাষায় ওটিটি প্ল্যাটফর্মে ছবি মুক্তির সিদ্ধান্ত নেন ছবির নির্মাতারা। ‘কান্তারা’র চেয়েও বড় মাপে তৈরি হতে চলেছে পরের ছবি, আশা পরিচালকের। অন্য দিকে, দক্ষিণী ছবিতে একের পর এক কাজ করছেন উর্বশী। শুধু দক্ষিণী ছবিতেই নয়, হলিউডের এক মিউজ়িক ভিডিয়োতেও খুব শীঘ্রই দেখা যেতে চলেছে তাঁকে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন