You have reached your daily news limit

Please log in to continue


অস্কারজয়ী নির্মাতা হিউ হাডসন আর নেই

অস্কারজয়ী ‘চ্যারিয়টস অফ ফায়ার’সিনেমার পরিচালক হিউ হাডসন আর নেই। ১০ ফেব্রুয়ারি লন্ডনের চ্যারিং ক্রস হাসপাতালে মৃত্যু হয় ব্রিটিশ এ চলচ্চিত্র নির্মাতার। ‘দ্য গার্ডিয়ান’-এ পরিবেশিত সংবাদে এমনটাই জানা গেছে। হিউ হাডসন পরিবারের পক্ষ থেকে বিবৃতি দিয়েও প্রয়াণের খবর নিশ্চিত করা হয়েছে।

মৃত্যুকালে হিউ হাডসনের বয়স হয়েছিল ৮৬ বছর। জানা গেছে, গত কয়েকদিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন।

হিউ হাডসনের ১৯৩৬ সালের ২৫ আগস্ট লন্ডনে জন্মগ্রহণ করেন। তথ্যচিত্র এবং বিজ্ঞাপন পরিচালনার কাজ দিয়ে এ নির্মাতার হাতেখড়ি হয়। কর্মজীবনের প্রথম দিকে প্যারিসে তথ্যচিত্র সম্পাদনার কাজ করতেন হিউ হাডসন।

হিউ হাডসন প্রায় ৩ বছর সম্পাদনার কাজ করার পরে, দুই সহকর্মীর সঙ্গে এক তথ্যচিত্র সংস্থা তৈরি করেন। সেই সংস্থার প্রযোজনাতেই তৈরি হয় ‘এ ফর অ্যাপল’, ‘দ্য টর্টয়েজ অ্যান্ড দ্য হেয়ার’-এর মতো এসজিএ (স্ক্রিনরাইটার্স গিল্ড অ্যাওয়ার্ড) জয়ী ও বাফটা (ব্রিটিশ অ্যাকাডেমি অফ ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্টস) মনোনীত তথ্যচিত্র।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন