রোবট রাঁধুনি
প্রথম আলো
প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:২৮
রেস্তোরাঁয় বসে নির্দিষ্ট মেনুর ফরমাশ দিলেই দ্রুত খাবার রান্না করে দেয় এই রোবট বাবুর্চি। রান্নার সময় কারও সাহায্য নেয় না রোবটটি। নিজ থেকে তেল ঢালার পাশাপাশি কেটে রাখা বিভিন্ন উপকরণ বেছে নিয়ে রান্না করতে থাকে। খাবারের মান ঠিক রাখতে নির্দিষ্ট সময়ে খাবার চুলা থেকে নামিয়ে প্লেটে ঢেলে দেয়। ক্রোয়েশিয়ার বটসঅ্যান্ডপটস নামের রেস্তোরাঁয় দেখা মিলেছে রোবটটির।
জনপ্রিয় বাবুর্চির রান্নার কৌশল প্রোগ্রামের মাধ্যমে যুক্ত থাকায় এ রোবটের রান্না করা খাবারের মান ও স্বাদ বেশ ভালো। আর তাই রোবট বাবুর্চিকে টিপস দেওয়ার সুযোগও রয়েছে রেস্তোরাঁটিতে।