
মলম কাণ্ডে শাস্তি পেলেন জাদেজা
সমকাল
প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:০৫
নাগপুর টেস্টে অস্ট্রেলিয়াকে ইনিংস এবং ১৩২ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে ভারত। তিন দিনেই অস্ট্রেলিয়াকে উড়িয়ে দিয়ে সিরিজ শুরু রোহিত শর্মাদের। অলরাউন্ড পারফরম্যান্সে দলটির জয়ের নায়ক রবীন্দ্র জাদেজা, হয়েছেন ম্যাচসেরাও। চোট কাটিয়ে ফেরার টেস্টে শুধু নায়ক নয়, বিতর্কেও জড়িয়েছেন এই অলরাউন্ডার। যার জন্য শাস্তিও পেতে হয়েছে তাকে।
ম্যাচ চলাকালীন হাতের আঙুলে মলম লাগাতে দেখা যায় জাদেজাকে। প্রথম ইনিংসে বল করার সময় এই ঘটনা ঘটে। সেই নিয়ে প্রশ্ন তুলে দেয় অস্ট্রেলিয়া সংবাদমাধ্যম। আইসিসির থেকে জানানো হয়েছে, ভারতের তারকা অলরাউন্ডার নাগপুরে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের সময় আইসিসি কোড অফ কন্ডাক্টের লেভেল ওয়ান লঙ্ঘন করেছেন। সে কারণে জাদেজার ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১ বছর আগে
১ বছর, ২ মাস আগে
১ বছর, ৩ মাস আগে