নারায়ণগঞ্জে বিএনপি-পুলিশ পাল্টাপাল্টি ধাওয়া
নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিএনপির পদযাত্রায় পুলিশ-বিএনপি নেতাকর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে আড়াইহাজার উপজেলার সাতগ্রাম ইউনিয়নের পাঁচরুখী এলাকায় ঢাকা সিলেট মহাসড়কে এ ঘটনা ঘটে। এ সময় সাতগ্রাম ইউনিয়ন ছাত্রদল সভাপতি নাহিদ মোল্লা গুলিবিদ্ধ হয়েছেন বলে বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।
সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকার গঠনের দাবিতে শনিবার বিএনপির দেশব্যাপী ইউনিয়ন পর্যায়ে ঘোষিত পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জের আড়াইহাজারে এ কর্মসূচি পালিত হয়। এ সময় বিএনপির নেতাকর্মীরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে গাড়ি ভাঙচুর করে বলে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়। সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করতে বিএনপি নেতাকর্মীদের সেখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। এ সময় উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।
আড়াইহাজার পৌরসভা বিএনপির সভাপতি মোহাম্মদ উল্লাহ বলেন, শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ গুলি ছোড়ে। এতে সাতগ্রাম ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নাহিদ মোল্লা গুলিবিদ্ধ হন।