কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

নারায়ণগঞ্জে বিএনপি-পুলিশ পাল্টাপাল্টি ধাওয়া

সমকাল আড়াইহাজার প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:০৫

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিএনপির পদযাত্রায় পুলিশ-বিএনপি নেতাকর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে আড়াইহাজার উপজেলার সাতগ্রাম ইউনিয়নের পাঁচরুখী এলাকায় ঢাকা সিলেট মহাসড়কে এ ঘটনা ঘটে। এ সময় সাতগ্রাম ইউনিয়ন ছাত্রদল সভাপতি নাহিদ মোল্লা গুলিবিদ্ধ হয়েছেন বলে বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।


সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকার গঠনের দাবিতে শনিবার বিএনপির দেশব্যাপী ইউনিয়ন পর্যায়ে ঘোষিত পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জের আড়াইহাজারে এ কর্মসূচি পালিত হয়। এ সময় বিএনপির নেতাকর্মীরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে গাড়ি ভাঙচুর করে বলে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়। সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করতে বিএনপি নেতাকর্মীদের সেখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। এ সময় উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। 


আড়াইহাজার পৌরসভা বিএনপির সভাপতি মোহাম্মদ উল্লাহ বলেন, শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ গুলি ছোড়ে। এতে সাতগ্রাম ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নাহিদ মোল্লা গুলিবিদ্ধ হন। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও