ক্যারিয়ার সহায়তায় লিংকড-ইনের ব্যবহার
লিংকড-ইন হলো পেশাজীবীদের জন্য জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম। এর মাধ্যমে আমরা পেশাগত প্রোফাইল তৈরি করতে পারি এবং অন্য পেশাজীবীদের সঙ্গে আমাদের যোগাযোগ বাড়াতে পারি। আজ আমি ক্যারিয়ার সহায়তায় লিংকড-ইনের ব্যবহার নিয়ে আলোচনা করব।
প্রোফাইল সাজানোর উপায়
লিংকড-ইনে প্রোফাইল তৈরি (সাইন আপ) করার পরে প্রথমেই একটি পেশাগত ছবি সংযুক্ত করতে হবে। যেখানে আপনার পেশাগত ভালো লুকটা দেখা যাবে। এরপর তারা প্রোফাইলের হেডলাইন সংযুক্ত করতে বলবে। যেখানে আপনার পেশাগত কিওয়ার্ডগুলো দিতে পারেন; যা পেশার জন্য সবচেয়ে বেশি সার্চ করা হয়, এটা আপনার দক্ষতাকে প্রকাশ করবে। এরপর ২ হাজার ৬০০ শব্দের মধ্যে একটি সামারি লিখতে হবে। এখানে যে কেউ তাঁর অভিজ্ঞতা, দক্ষতা এসবের বিস্তারিত লিখতে পারেন। আরও যুক্ত করতে পারেন তাঁর অর্জন এবং তিনি কী করতে চান। প্রোফাইল তৈরি করতে গেলে এই অংশটিতে সতর্ক হতে হবে। যে ধরনের কাজ করতে চান, সেই ধরনের বিজ্ঞপ্তি থেকে কিওয়ার্ডগুলো বাছাই করে নিশ্চিত করতে হবে, কিওয়ার্ডগুলো যেন এই বর্ণনার মধ্যে থাকে। কেননা এখানকার কিওয়ার্ডগুলো জব সার্চ ইঞ্জিনের রিক্রুটাররা খুব সহজে দেখতে পান। প্রোফাইলে মিলে গেলে তারা আপনার সঙ্গে যোগাযোগের চেষ্টা করবে। পরবর্তী ধাপে আপনাকে চাকরির অভিজ্ঞতা যুক্ত করতে হবে। এ ক্ষেত্রে কোম্পানির নাম, লোকেশন এবং আপনার যে অভিজ্ঞতা, সংক্ষিপ্ত আকারে যোগ করবেন। পরে বিশ্ববিদ্যালয়, কলেজ ও শিক্ষাগত যোগ্যতা সংযুক্ত করতে হবে।