
'আজব প্রেম কি গজব কাহানি'! প্রেমিকার মন ভোলাতে পুলিশের বেশে ভিডিয়ো কল
Bangladesh Latest News : চলছে প্রেমের মরসুম । সামনেই ভ্যালেন্টাইন্স ডে (Valentines Day)। আর এই সময়েই প্রেমিকার সামনে নিজেকে হিরো প্রমাণ করার চেষ্টা করে বাংলাদেশের (Bangladesh) এক যুবক। তাই পুলিশ সেজে প্রেমিকার সঙ্গে কথা বলেছিলেন দীপ্ত আচার্য নামের ওই যুবক। অন্য কোন জায়গা থেকে নয়, একেবারে থানার ভিতরে দাঁড়িয়ে, প্রেমিকার সঙ্গে ভিডিয়ো কলে কথা বলেন দীপ্ত।
তিনি যে সত্যিই পুলিশ (Police) তা প্রমাণ করার চেষ্টা করেন প্রেমিকার কাছে। কিন্তু শেষ পর্যন্ত জানা যায়, দীপ্ত পুলিশের কেউ নন। পুলিশের পোশাক পরে ‘প্রতারণার’ অভিযোগ এনে তাঁকে গ্রেফতার করা হয়েছে। এখন তাঁর ঠাই হয়েছে কিশোরগঞ্জ কারাগারে। বাংলাদেশ পুলিশ সূত্রে জানা গিয়েছে, বছর ২৩-এর দীপ্ত আচার্যর বাড়ি কুমিল্লার মুরাদনগর এলাকায়। বৃহস্পতিবার সন্ধ্যায় পুলিশের পোশাক এবং এসআই পদমর্যাদার ব্যাজ পরে কিশোরগঞ্জের ভৈরব থানায় আসেন দীপ্ত।