কেন এইচটিটিপিএস–যুক্ত ওয়েবসাইট ব্যবহার করবেন
প্রথম আলো
প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২৩, ১১:১৯
ইন্টারনেটে তথ্য ব্যবহার ও লিখিত তথ্য দিয়ে যোগাযোগের যে পদ্ধতি সেটি হলো, হাইপারটেক্সট ট্রান্সফার প্রটোকল বা এইচটিটিপি। প্রতিটি ওয়েব ঠিকানার শুরুতে এইচটিটিপি লেখাটা দেখা যায়। কিছু ওয়েব ঠিকানার শুরুতে এইচটিটিপিএস দেখা যায়। এর পূর্ণ রূপ হলো হাইপারটেক্সট ট্রান্সফার প্রটোকল সিকিউর।
সিকিউর যেহেতু উল্লেখ করা আছে, তাই বোঝা যায় এইচটিটিপিএস থাকলে সেই ওয়েবসাইটে যাওয়া নিরাপদ। কিংবা সেই ওয়েবসাইটের মাধ্যমে কোনো তথ্য আদান–প্রদান করলে সেসব থাকে সুরক্ষিত। আসলে এইচটিটিপিএস সুরক্ষিত সংযোগ, এর মাধ্যমে এনক্রিপটেড এইচটিটিপি তথ্য আদান–প্রদান করা হয়। বার্তা এনক্রিপটেড থাকলে সেগুলোকে নিরাপদ মনে করা হয়।