-samakal-63e6fdca1c27e.jpg) 
                    
                    ৩২ বছর পর যুক্তরাজ্যে দূতাবাস খুলল সোমালিয়া
যুক্তরাজ্যে ৩২ বছর বন্ধ থাকার পর দূতাবাস চালু করল আফ্রিকার দেশ সোমালিয়া। ১৯৯১ সালে সোমালিয়ার কেন্দ্রীয় সরকারের পতনের পর যুক্তরাজ্য দূতাবাস বন্ধ হয়ে যায়। যুক্তরাজ্য অবশ্য ২০১২ সালে সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে ২২ বছরের বিরতি ভেঙে নিজেদের দূতাবাস চালু করে। খবর: বিবিসি’র।
লন্ডনে দূতাবাস চালুর অনুষ্ঠানে রাষ্ট্রদূত আব্দুলকাদির আহমেদ খায়ের, অলিম্পিক চ্যাম্পিয়ন মো ফারাহ ও সোমালীয়-কানাডীয় মডেল সাবরিনা ধৌরসহ অন্যরা উপস্থিত ছিলেন।যুক্তরাজ্যে বসবাসকারী প্রায় পাঁচ লাখ সোমালীয়দের নাগরিকত্ব, ভ্রমণ নথিপত্র ও বৈবাহিক সনদ প্রদানসহ বিভিন্ন কাজে সক্রিয় ভূমিকা পালন করবে দূতাবাস।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- দূতাবাস
 
                    
                 
                    
                 
                    
                 
                    
                