কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

নকলা নদীর আর্তনাদ

সমকাল আব্দুল হাই আল-হাদী প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২৩, ০২:০৪

দখল, দূষণ, ভরাট আর মানুষের অপরিণামদর্শী কর্মকাণ্ডে নদীগুলো আজ মুমূর্ষুপ্রায়। এর মধ্যেও কিছু ব্যতিক্রমী নদী আছে, যেগুলো তার আদি প্রাকৃতিক ধারা নিয়ে অপেক্ষাকৃত ভালো আছে। সেগুলোকেও অনেক ক্ষেত্রে উন্নয়নের নামে অপরিকল্পিত কর্মকাণ্ডের মাধ্যমে ধ্বংসের আয়োজন শুরু হয়েছে। এ রকমই এক নদী 'নকলা'। সিলেট জেলার কানাইঘাট উপজেলা দিয়ে প্রবাহিত এটি এক সুন্দর নদী। নকলা নদীর ওপরের অংশ অর্থাৎ দরবস্ত-কানাইঘাট সড়ক অতিক্রমের অংশ থেকে আমরিখাল পর্যন্ত ছোটকাল থেকে দেখে আসছি।


'বুরিরতল' থেকে নৌকায় করে গড়খাই পর্যন্ত অংশটুকু ভ্রমণের অনেক স্মৃতি এখনও মনে আছে। কারণ, সড়ক যোগাযোগ স্থাপনের আগে সুরইঘাটসহ এক বিশাল অঞ্চলে যাতায়াতের একমাত্র মাধ্যম ছিল এ নদী। কিন্তু ভাটির অংশ অর্থাৎ 'বুরিরতল' থেকে সুন্দ্রাকাশি ও 'বাইশ-পাবিজুরি' অংশ আগে দেখা হয়নি। এর মধ্যেই নকলা নদী পুনর্খননের খবর গণমাধ্যমে জানতে পারলাম। খবর পেলাম স্লুইসগেট নির্মাণের। স্লুইসগেট আর পুনর্খনন কাজ দেখার জন্য একদিন সাত সকালে যাত্রা করলাম চতুল বাজার থেকে ইসাবা নদীর তীর ধরে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও