![](https://media.priyo.com/img/500x/https://gumlet.assettype.com/bdnews24-english%2Fimport%2Fmedia%2F2018%2F02%2F22%2Fmakeup.jpg?auto=format%2Ccompress&fmt=webp&format=webp&dpr=1.0&q=70&w=640)
বিয়ের অনুষ্ঠানে ঝটপট মেইকআপ করার পন্থা
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি ২০২৩, ১৪:১৮
ব্যস্ততার কারণে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার জন্য ঠিকমতো সাজার সময় হচ্ছে না।
তাহলে বরং জেনে নিতে পারেন দ্রুত মেইকআপ করার পন্থা।
সাধারণ ও ঐতিহ্যবাহী সাজে নিজেকে উপস্থাপন করা গেলে দেখতে যেমন সুন্দর লাগে তেমনি বাড়তি সাজগোজ ও অলঙ্কার নিয়ে অযথা ঝামেলা পোহাতে হয় না।
এই বিষয়ে ভারতের রূপসজ্জাকর পিয়া অরোরা মনে করেন, “বিয়ে বা যে কোনো অনুষ্ঠানে দেশীয় স্টাইলের সাধারণ সাজ দেখতে বেশ ভালো লাগে।”