তীব্র শীত উপেক্ষা করে নিউইয়র্কে বর্ষবরণের প্রস্তুতি
হিমাঙ্কের নিচে ২০ ডিগ্রি সেলসিয়াস (মাইনাস ২০) তাপমাত্রা উপেক্ষা করে নিউইয়র্ক অভিবাসী বাংলাদেশিরা এক অভূতপূর্ব ঘটনার সৃষ্টি করেন। বৈশাখের নতুন গান, পুঁথিপাঠ ও গণসংগীতের মহড়ায় দুই শতাধিক লোক স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। ৪ ও ৫ ফেব্রুয়ারি জ্যাকসন হাইটসে অনুষ্ঠিত এ মহড়া পরিচালনা করেন মহিতোষ তালুকদার তাপস।নিউইয়র্কের তাপমাত্রা কয়েক দিন ধরে হিমাঙ্কের অনেক নিচে। গত শনিবার তা নেমে যায় মাইনাস ২০-এ।
এমন তীব্র শীত উপেক্ষা করেও জ্যাকসন হাইটসের সংস্কৃতিবান্ধব নবান্ন রেস্তোরাঁয় জড়ো হয়েছিলেন দুই শতাধিক সংস্কৃতিজন। নিউইয়র্কে ১৪৩০ বাংলা বর্ষবরণ ঘিরে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেটে পড়েছে বিপুল সাড়া। ডেনভার, টেক্সাস, ওয়াশিংটন ডিসি, নিউ জার্সি, বোস্টন, রোড আইল্যান্ড, ক্যালিফোর্নিয়া ও ফিলাডেলফিয়া অভিবাসীরা যুক্ত হয়েছেন এ আয়োজনে।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- বর্ষ বরণ
- তীব্র শীত