চীনের অর্থনীতিতে ৫% প্রবৃদ্ধির পূর্বাভাস
নভেল করোনাভাইরাসজনিত মহামারী টালমাটাল করে দিয়েছে বিশ্বকে। চীনও এর ব্যতিক্রম নয়। কভিড মহামারীর কারণে বারবারই মুখ থুবড়ে পড়ছে চীনের অর্থনীতি। বিশেষ করে টানা লকডাউনে বাধাগ্রস্ত হয়েছে দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি। তার ওপর দীর্ঘ সময় সীমান্ত বন্ধ থাকায় অর্থনৈতিকভাবে পিছিয়ে যেতে হয়েছে। মহামারীর পর থেকে কয়েকবার চীনের ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত মিললেও নানা কারণে তা শেষ পর্যন্ত মুখ থুবড়ে পড়েছে।
তবে এবার পূর্বাভাস বলছে কভিড-১৯ মহামারীর অভিঘাত পেরিয়ে ঘুরে দাঁড়াতে শুরু করেছে চীনের অর্থনীতি। সেই সঙ্গে ধারণা করা হচ্ছে, এই সময়ে চীনের অর্থনীতি প্রত্যাশার চেয়েও দ্রুতগতিতে প্রবৃদ্ধির পথে ফিরতে শুরু করবে। আশা করা হচ্ছে, এবার চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে ৫ শতাংশ। বুধবার প্রকাশিত ফিচ রেটিংসে এই তথ্য জানানো হয়েছে।