বাংলাদেশ পিছিয়ে পড়ছে কেন

প্রথম আলো সম্পাদকীয় প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:৩৫

শত বছর আগে কাজী নজরুল ইসলাম লিখেছিলেন, ‘ক্ষুধাতুর শিশু চায় না স্বরাজ, চায় দুটো ভাত একটু নুন।’ সেটা ছিল ব্রিটিশ ঔপনিবেশিক আমল। এরপর পাকিস্তানের ২৪ বছর পেরিয়ে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত স্বাধীন বাংলাদেশের বয়স এখন ৫১ বছর। কিন্তু এই দীর্ঘ সময়ে আমরা ক্ষুধা সূচকে খুব বেশি অগ্রগতি লাভ করতে পারিনি।


গ্লোবাল হাঙ্গার ইনডেক্স (জিএইচআই) বা ক্ষুধা সূচক ২০২২ অনুযায়ী, বিশ্বের ১২১টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৮৪তম। গত বছর এই সূচক ছিল ৭৬তম। অপুষ্টি, পাঁচ বছরের কম বয়সী শিশুদের উচ্চতা, মৃত্যুহার, উচ্চতার তুলনায় ওজন—এই চার বিষয় সামনে রেখে তৈরি হয় বৈশ্বিক ক্ষুধা সূচক। বাংলাদেশে বহু মানুষ যে পুষ্টিকর ও প্রয়োজনীয় খাবার পায় না, তা জানতে গবেষণার প্রয়োজন হয় না। ঘর থেকে দুই পা ফেলে চারপাশে তাকালেই তা দেখা যায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও