![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2023-02%252F9d0fafe0-2b4d-44c5-b04b-26d6fffd6a80%252FFungal_Infection_1200x545_c.jpg%3Frect%3D0%252C0%252C969%252C545%26auto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26w%3D900%26dpr%3D1.0)
ছত্রাকও ওষুধপ্রতিরোধী হয়ে উঠেছে, প্রতিরোধে যা করবেন
প্রথম আলো
প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:৩৫
আমরা অনেকেই জানি, ব্যাকটেরিয়া ওষুধপ্রতিরোধী বা ড্রাগ রেজিস্ট্যান্ট হয়ে দিন দিন আরও শক্তিশালী বা প্রাণসংহারী হয়ে উঠছে। কিন্তু ইদানীং ছত্রাক বা ফাঙ্গাস সংক্রমণের ক্ষেত্রেও এমনটা হতে দেখা যাচ্ছে।
ফাঙ্গাসগুলো ফাঙ্গাল ওষুধপ্রতিরোধী হয়ে যাচ্ছে। এর কারণ হলো, রোগীরা না জেনেবুঝেই দোকান বা হকারদের কাছ থেকে বিভিন্ন মলম কিনে ব্যবহার করছে। এসব মলমে ক্ষতিকর স্টেরয়েড বা স্টেরয়েডের সঙ্গে অ্যান্টিফাঙ্গাল মিলিয়ে একধরনের ওষুধ তৈরি হয়। এসব মলম অবাধে ব্যবহার এবং সঠিক মাত্রায় নিয়মিত ওষুধ না খাওয়ার জন্য ফাঙ্গাসগুলো আস্তে আস্তে আরও শক্তিশালী হয়ে উঠছে। ওষুধ ব্যবহার করেও আর নিরাময় হচ্ছে না।