বসন্তের সাজে রঙিন চুড়ি যেমন হওয়া চাই

প্রথম আলো প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:০৪

বসন্ত আয়োজনে ফুলের সাজের মতোই বাঙালিয়ানার আরেক অনুষঙ্গ হাতজোড়া চুড়ি। চুড়ির রিনিঝিনি জানান দেয় আনন্দ–উৎসবের বার্তা। রেশমি চুড়ি সাজে নিয়ে আসে দেশীয় আমেজ। মসৃণ রেশমি চুড়ির মতোই নানা রঙের খাঁজকাটা চুড়িও পাওয়া যায়। বাহারি চুড়ির মধ্য থেকে পছন্দসই রংটি বেছে নিতে পারেন।

একরঙা না বহুরঙা?


সাধারণত পোশাকের রঙের সঙ্গে মিলিয়ে চুড়ির রং বেছে নেওয়া হয়। পোশাকের রঙের বিপরীত রঙের চুড়িও পারেন কেউ কেউ। পরতে পারেন একরঙের কয়েকটি রেশমি চুড়ি। একই চুড়িতে নানা রঙের ব্যবহারও অবশ্য দেখা যায়। চুড়ির বৃত্তের পরিধিতে একটি রঙের যেখানে শেষ, ঠিক সেখানেই শুরু মানানসই আরেকটি রং। আবার একই চুড়িতে একাধিক রং সমান্তরাল রেখায়ও থাকে। ভেলভেটজাতীয় কাপড় বসানো নকশা করা কাচের চুড়িগুলোও দেখতে সুন্দর। অনেকে পলা বা কাচবালা পরতেও পছন্দ করেন। কারও কারও পছন্দের তালিকায় জোনাকি চুড়িও থাকে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও