বদলে যাওয়া দিনের গল্প নিয়ে আসছে ‘Closeup এই সময়ের কাছে আসার গল্প’
সমকাল
প্রকাশিত: ০৯ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:৩৫
সময়ের সাথে সাথে বদলেছে চারপাশের সবকিছু। জীবনযাত্রা, নিয়ম-কানুন, ফ্যাশন, রাস্তা-ঘাট কিছুই আগের মতো নেই। প্রজন্ম বদলেছে, বদলেছে চিন্তাধারা। আর একইভাবে এই বদলে যাওয়ার হাওয়ায় বদলেছে এসময়ের কাছে আসা।
এই নতুন দিনের কাছে আসার দারুণ কিছু গল্প নিয়ে আসছে ‘Closeup এই সময়ের কাছে আসার গল্প’, প্রতিবারের মতো ভ্যালেন্টাইন’স ডে-তে।একটা সময় ছিলো যখন একজনকে একবার ভালো লাগলেই জীবনসঙ্গী হিসেবে বেছে নেয়া যেত। একবার দেখার জন্য বারান্দার নিচে কেউ দাঁড়িয়ে থাকতো ঘণ্টার পর ঘণ্টা। সম্পর্কগুলো এগোতো চিঠির ভাঁজে। তারপর আসে ল্যান্ডলাইনে চুরি করে কথা বলার দিন। ভয়ে ল্যান্ডলাইনে রিং বাজলেই কান খাড়া হয়ে থাকতো।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১০ মাস, ২ সপ্তাহ আগে