আ.লীগ ও বিএনপিসমর্থিত প্রার্থীদের হাড্ডাহাড্ডি লড়াই হবে

প্রথম আলো চট্টগ্রাম প্রকাশিত: ০৯ ফেব্রুয়ারি ২০২৩, ১০:০৬

চট্টগ্রাম আদালত ভবনের মূল ফটকের মুখে সোনালী ব্যাংকসংলগ্ন পদচারী–সেতু। এটি ছেয়ে গেছে প্রার্থীদের ডিজিটাল পোস্টারে। আরেকটু সামনে গেলে আইনজীবী ভবনে ঝুলছে শত শত ব্যানার, পোস্টার। এভাবে পুরো আদালত ভবনে পোস্টার ঝুলিয়ে ভোটারদের কাছে দোয়া, আশীর্বাদ ও ভোট চেয়েছেন প্রার্থীরা। পাশাপাশি ব্যস্ত প্রার্থীরাও। যাচ্ছেন ভোটারদের চেম্বারে চেম্বারে (কক্ষে)।


গত বছরের নভেম্বর মাস থেকে চলছে এ প্রচার। নিজেদের অভ্যন্তরীণ ভোটাভুটিতে জয়ী হওয়ার পর মাঠের লড়াইয়ে জিততে নেমেছেন। দুটি প্যানেলের প্রার্থীরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত। প্রার্থীর জন্য স্লোগান দিয়ে ভোট চাচ্ছেন তাঁদের অনুসারীরা। আবার কখনো মিছিলসহকারে যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে। এতে সরগরম হয়ে উঠেছে আদালতপাড়া। তবে কার ব্যালটে সিল পড়ছে, সেটির জন্য অপেক্ষা করতে হবে আরও তিন দিন। ভোটাররা বলছেন, এবার আওয়ামী লীগসমর্থিত আইনজীবী সমন্বয় পরিষদ এবং বিএনপি–জামায়াতসমর্থিত ঐক্য পরিষদের প্রার্থীদের মধ্যে লড়াই হবে হাড্ডাহাড্ডি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও