পাশের বাড়ির মেয়ে

প্রথম আলো প্রকাশিত: ০৯ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:০৬

‘দৃশ্যম টু’র সাফল্যের রেশ এখনো কাটেনি, এর মধ্যেই মুক্তি পেল শ্রিয়া শরণের আগামী ছবি ‘আন্ডারওয়ার্ল্ড কা কবজা’র টিজার। টিজারে নিজেকে একঝলক দেখিয়েই সবার নজর কেড়েছেন শ্রিয়া। প্রতিক্রিয়ায় এই দক্ষিণি নায়িকা জানান, ‘আমি আমার প্রতিটা প্রকল্পকে ঘিরে অনুরাগীদের ভালোবাসা ও প্রশংসা পেয়ে এসেছি। তার জন্য আমি সত্যি কৃতজ্ঞ। দর্শক আমাকে যে ভালোবাসা আর সমর্থন দিয়ে এসেছেন, তার জন্য আমি তাঁদের ধন্যবাদ জানাতে চাই। আমার প্রার্থনা সব সময় তাঁদের বিনোদন দেওয়া। আশা করি, আমি সব সময় তাঁদের প্রত্যাশা পূরণ করতে পারব।’


একরত্তি মেয়ে রাধাকে বাসায় রেখে শুটিংয়ে ব্যস্ত থাকেন শ্রিয়া, ‘আমার মেয়ে যখন সাত মাসের, তখনই আমি কাজে বের হয়েছিলাম। এ নিয়ে আমার কোনো অপরাধবোধ নেই। সব সময় চেষ্টা করি মনপ্রাণ দিয়ে কাজ করতে। রাধা বড় হয়ে আমার ছবি দেখে, যাতে আমাকে নিয়ে গর্ববোধ করে। আমার ইমেজ পাশের বাড়ির মেয়ের মতো। আমার জায়গায় যে কেউ আসতে পারে, আর এ ক্ষেত্রে আমি সবার উদাহরণ হয়ে উঠতে চাই।’


আগামী ১৭ মার্চ বড় পর্দায় মুক্তি পাবে আন্ডারওয়ার্ল্ড কা কবজা’। আনন্দ পণ্ডিতের পিরিয়ড ড্রামাভিত্তিক ছবিটিতে উপেন্দ্রর সঙ্গে জুটি বাঁধছেন শ্রিয়া। হিন্দি ছাড়াও তামিল, তেলেগু, কন্নড় আর মালয়ালম ভাষায় ছবিটি মুক্তি পাবে।


এই ‘আন্ডারওয়ার্ল্ড কা কবজা’ ছাড়াও চলতি বছর মিউজিক স্কুল নামে শ্রিয়ার আরও একটি সিনেমা মুক্তি পাওয়ার কথা। হিন্দি ও তেলেগু ভাষায় ছবিটির শুটিং এর মধ্যেই শেষ হয়ে গেছে। ‘দৃশ্যম টু’র সাফল্যের পর বেশ কয়েকটি নতুন ছবির প্রস্তাব পেয়েছেন অভিনেত্রী, কোনোটির আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও