![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2023-02%252Fe8737d26-d1a9-42bc-a9c5-dcd44b7e4cc1%252FWhatsApp_Image_2023_02_08_at_8_36_00_PM.jpeg%3Fauto%3Dformat%252Ccompress%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D1.0)
দুলাভাই নায়ক, শ্যালিকা নায়িকা
প্রথম আলো
প্রকাশিত: ০৮ ফেব্রুয়ারি ২০২৩, ২২:৩৩
বাস্তবের স্বামী-স্ত্রী পর্দায় জুটি বেঁধে অভিনয়ের অনেক খবর আছে ঢালিউডে। এবার শ্যালিকা ও দুলাভাই নায়ক-নায়িকা হিসেবে জুটি বাঁধলেন সিনেমায়। ‘শেষ কথা’ নামের একটি ছবিতে নায়ক জয় চৌধুরীর বিপরীতে অভিনয় করছেন নবাগত কাজী জারা। সম্পর্কে জয়ের শ্যালিকা। জয়ের স্ত্রী নায়িকা রোমানা নীড়ের ছোট বোন। আজ বুধবার গাজীপুরের লোকেশনে শুটিং শুরু হয়েছে ছবিটির।
দুলাভাই হওয়ার সুবাদে কি জারা আপনার নায়িকা হওয়ার সুযোগ পেয়েছে এই ছবিতে?—এমন প্রশ্নে জয় চৌধুরী বলেন, ‘ব্যাপারটা তা নয়। আমার বিপরীতে কাজের জন্য পরিচালকই পছন্দ করেছে জারাকে। এতে তো আমার হাত নাই। ছবিটি বাণিজ্যিক ঘরানার নয়। অনেকটাই ভিন্ন ধারার। এই চরিত্রটিকে প্রাধান্য দিয়ে জারাকে চুক্তিবদ্ধ করিয়েছেন পরিচালক। তা ছাড়া উচ্চতা থেকে শুরু করে চেহারায় সিনেমার নায়িকার যোগ্যতা আছে জারার।’