এক দিনেই আদানির সম্পদমূল্য বাড়ল ৫৫০ কোটি ডলার
প্রথম আলো
প্রকাশিত: ০৮ ফেব্রুয়ারি ২০২৩, ২২:৩২
অবশেষে সুড়ঙ্গের শেষ প্রান্তে আলোর মুখ দেখতে পাচ্ছেন ভারতের শীর্ষস্থানীয় ধনী গৌতম আদানি। আজ বুধবার দুটি খবরে আদানি গোষ্ঠীর শেয়ারের দাম বেড়েছে। এর মধ্যে আদানি এন্টারপ্রাইজের শেয়ারের দর বেড়েছে ১০ শতাংশ আর আদানি উইলমার ও আদানি ট্রান্সমিশনের শেয়ারের দর বেড়েছে ৫ শতাংশ করে।
দর বাড়ার কারণে আদানি গোষ্ঠীর তালিকাভুক্ত শেয়ারের সম্মিলিত বাজার মূলধন গত কিছুদিন ধরে যেভাবে কমছিল তার গতি কিছুটা হ্রাস পেয়েছে। গত সোমবার পর্যন্ত আদানি গোষ্ঠীর তালিকাভুক্ত কোম্পানিগুলোর সম্মিলিত বাজার মূলধন কমেছিল ১১৭ বিলিয়ন বা ১১ হাজার ৭০০ কোটি ডলার। আজ বুধবার দিন শেষে বাজার মূলধন কমার পরিমাণ দাঁড়িয়েছে ১১০ বিলিয়ন বা ১১ হাজার কোটি ডলারে।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- শীর্ষ ধনী
- ধনী
- সম্পদমূল্য
- গৌতম আদানি