এঁটো থালা-বাসন-গ্লাস নিয়েই র‍্যাম্পে হাঁটলেন মডেল! এমন ফ্যাশন শো আগে দেখেছেন?

eisamay.com প্রকাশিত: ০৮ ফেব্রুয়ারি ২০২৩, ২১:০০

গোল টেবিলে পাতা ছিল সুন্দর টেবিল ক্লথ। স্বাভাবিক খাওয়ার টেবিলের মতোই সেখানে সাজানো ছিল নানা রকমের পানীয় এবং খাবার। আর সকলের সঙ্গেই দিব্যি খাবার খাচ্ছিলেন তিনিও। কিন্তু সেই টেবিল ক্লথই যে তাঁর পোষাক তা ঘূণাক্ষরেও বাকিরা টের পাননি। আর নিজের ডাক আসাতেই এটোঁ খাবারের থালা, বাসন, গ্লাস সমেত সেই টেবিল ক্লথ নিয়েই র‌্যাম্পে হাঁটতে লাগেন ওই মডেল। সম্প্রতি এক ফ্যাশন শো-এর এমনই নজির ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।


আজকাল ইন্টারনেটের দৌলতে কত ধরনের ভিডিয়োই সামনে আসে। যার মধ্যে ফ্যাশন শো নিয়েও মানুষের বেশ আগ্রহ চোখে পড়ে। আসলে ফ্যাশন শো-তে অনেক সময়ই খানিকটা অন্য ধরনের পোষাক কিংবা মেকআপের জন্য মডেলরা আলোচনার বিষয়বস্তু হয়ে ওঠেন। প্যারিসের শিয়াপারেলির কউচার রানওয়েতে সিংহের মাথার সঙ্গে কাইলি জেনারের পোশাকটি যেমন একটি উদাহরণ ছিল। আর আজকাল যেহেতু মানুষ ব্যক্তিগত এবং ভার্চুয়ালি বিভিন্ন ধরনেরর শো দেখেন তাই ব্র্যান্ডগুলিও দর্শকদের বিনোদনের কোনও খামতি রাখে না। তেমনই সম্প্রতি টেবিলক্লথ লাগানো পোশাক পরে এক মডেলের র‌্যাম্পে হাঁটার একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে