কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ইন্দোনেশিয়ায় জিম্মি নিউজিল্যান্ডের পাইলট

আরটিভি ইন্দোনেশিয়া প্রকাশিত: ০৮ ফেব্রুয়ারি ২০২৩, ১৪:০৬

ইন্দোনেশিয়ার পার্বত্য জেলা এনদুগায় অবতরণের সময় একটি উড়োজাহাজে আগুন ধরে যাওয়ায় উড্ডয়ন বাতিল করা হয়। এ সময় দেশটির বিচ্ছিন্নতাবাদীরা উড়োজাহাজের পাইলটকে জিম্মি করে নিয়ে যায়। ফিলিপ মার্থেনস নামের নিউজিল্যান্ডের ওই পাইলটকে হত্যার হুমকিও দেওয়া হয়েছে। খবর বিবিসির।


উড়োজাহাজটিতে এক শিশুসহ ৫ যাত্রী ছিলেন, তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিচ্ছিন্নতাবাদীরা পাইলটকে জিম্মি করে ইন্দোনেশিয়ার কাছে ওয়েস্ট পাপুয়ার স্বাধীনতার স্বীকৃতি চাইছে।


বিবিসি জানায়, পাহাড়ি জেলা এনদুগায় অবতরণের পর ফিলিপ মার্থেনসের বিমানে আগুন ধরে যায়; এরপর ওয়েস্ট পাপুয়া ন্যাশনাল লিবারেশন আর্মির সশস্ত্র যোদ্ধারা তাকে ধরে নিয়ে যান।


পুলিশ জানিয়েছে, তারা জিম্মিকাণ্ডের তদন্ত করছে; কিন্তু আকাশপথে ছাড়া ওই এলাকায় যাওয়া যায় না, যে কারণে কাজটা বেশ কঠিন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও