You have reached your daily news limit

Please log in to continue


এসিসি থেকে বিসিবির সমান বরাদ্দ পাবে আফগানিস্তান

শর্ত মেনে নারী ক্রিকেট চালু না রাখায় আগামী মার্চে আইসিসির সভায় কী হয় কে জানে, তবে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভা থেকে দারুণ খবর পেয়েছে আফগানিস্তান।

এত দিন আইসিসির পূর্ণাঙ্গ সদস্য হওয়ার পরও এশিয়া কাপের রাজস্বের ভাগে মাত্র ৬ শতাংশ পেত আফগানিস্তান। বাংলাদেশসহ অংশগ্রহণকারী বাকিরা আফগানদের থেকে অনেক বেশি অর্থ পেত। 

এবার বাহরাইনে অনুষ্ঠিত হওয়া এসিসির সভায় সিদ্ধান্ত হয়েছে, বাকি চার দেশের (বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা) মতো আফগানিস্তানও এশিয়া কাপে ১৫ শতাংশ রাজস্ব পাবে। বাকি রাজস্ব বণ্টন করা হবে এসিসির সহযোগী সদস্য দেশগুলোর ক্রিকেট উন্নয়নে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন