কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

তুরস্কে ভূমিকম্পে নিখোঁজ বগুড়ার রিংকু জীবিত উদ্ধার

সমকাল তুরস্ক প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ২২:৩৮

তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে নিখোঁজ বগুড়ার গোলাম সাঈদ রিংকু সন্ধান পাওয়া গেছে। একটি ভবনের ধ্বংসস্তূপ থেকে তাকে জীবিত উদ্ধার করা হয়েছেন। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) বাংলাদেশি কূটনীতিক শাহানাজ গাজী সমকালকে এ তথ্য নিশ্চিত করেন। 


এছাড়া কাহারামানমারাশ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মুহাম্মদ গোলাম সাইদ রিংকুকে উদ্ধারের খবরটি নিশ্চিত করেছেন তার বন্ধু, তুরস্কের বিভিন্ন স্টুডেন্ট অর্গানাইজেশন এবং আনকারাস্থ বাংলাদেশ দূতাবাস। সূত্রগুলো বলছে, রিংকু শারীরিকভাবে বেশ দুর্বল। বর্তমানে সেখানকার একটি হাসপাতালে তার চিকিৎসা চলছে। ওই শহরে অবস্থানকারী দুই বাংলাদেশি শিক্ষার্থী রিংকুর সঙ্গে হাসপাতালে রয়েছেন।


এর আগে, সোমবার (৬ ফেব্রুয়ারি) তুরস্কে ভয়াবহ ভূমিকম্পের ঘটনায় তিনি নিখোঁজ হন। কৃষক পরিবারের সন্তান রিংকুর বাড়ি বগুড়ার গাবতলী উপজেলার কাগইলের দেওনাই গ্রামে। তিনি রফিকুল ইসলামের ছেলে রিংকু। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও