![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo%252Fimport%252Fmedia%252F2018%252F03%252F17%252F75c8a15ce33fa5c262b203c29c1c7db7-5aac9d5f95436.jpg%3Frect%3D0%252C30%252C1600%252C840%26w%3D1200%26ar%3D40%253A21%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26mode%3Dcrop%26overlay%3D%26overlay_position%3Dbottom%26overlay_width_pct%3D1)
আইওএসেও হোয়াটসঅ্যাপ গ্রুপের বিস্তারিত পরিচিতি দেওয়া যাবে
অ্যান্ড্রয়েডের পাশাপাশি আইওএস অপারেটিং সিস্টেম ব্যবহারকারীরাও হোয়াটসঅ্যাপ গ্রুপের পরিচিতি বিস্তারিতভাবে দিতে পারবেন। এ জন্য নিজেদের আইওএস বেটা সংস্করণে নতুন সুবিধা উন্মুক্ত করতে যাচ্ছে ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপটি। এত দিন শুধু অ্যান্ড্রয়েড বেটা সংস্করণ ব্যবহারকারীরা এ সুবিধা পরখ করতে পারতেন।
বর্তমানে হোয়াটসঅ্যাপ গ্রুপের নাম ২৫ অক্ষরের মধ্যে লিখতে হয়। নতুন এ সুবিধায় সর্বোচ্চ ১০০ অক্ষরে গ্রুপের নাম দেওয়া যাবে। ফলে গ্রুপকে আরও কার্যকরভাবে সবার সামনে উপস্থাপন করা সম্ভব হবে। তবে কবে নাগাদ ডেস্কটপ সংস্করণে এ সুবিধা পরখ করা যাবে, এ বিষয়ে কোনো তথ্য জানায়নি হোয়াটসঅ্যাপ।
হোয়াটসঅ্যাপের তথ্যমতে, নতুন এ সুবিধা কাজে লাগিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপের বিবরণে গ্রুপের উদ্দেশ্য, ব্যবহারের নিয়ম, আলোচনার বিষয়বস্তুর মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো উল্লেখ করা যাবে। ফলে সদস্যদের পাশাপাশি অপরিচিত ব্যক্তিরাও গ্রুপটির কার্যক্রম সম্পর্কে আগে থেকেই ধারণা পাবেন।