এখন ফোনেও সর্বশেষ টাইমলাইন দেখাবে টুইটার

প্রথম আলো প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ২০:৩৭

ওয়েব সংস্করণের পর এবার অ্যান্ড্রয়েড ও আইওএস ব্যবহারকারীদের জন্যও সর্বশেষ সময়রেখা বা টাইমলাইন দেখার সুযোগ চালু করেছে টুইটার। ফলে ব্যবহারকারী বের হওয়ার সময় শেষবার যে টাইমলাইনে ছিলেন, টুইটার চালু করলেই সেটা দেখা যাবে।


অনুসরণ করা অ্যাকাউন্টের পাশাপাশি অপরিচিত ব্যক্তিদের টুইট (টুইটারে দেওয়া বার্তা) দেখার সুযোগ দিতে সম্প্রতি ‘ফর ইউ’ ট্যাব চালু করে টুইটার। ট্যাবটিতে ক্লিক করলেই অপরিচিত ব্যক্তিদের টুইট দেখা যায়। কিন্তু টুইটার বন্ধ করে আবারও চালু করলে আগের মতোই শুধু অনুসরণ করা অ্যাকাউন্টের টুইট দেখায় খুদে ব্লগ লেখার সাইটটি।


টুইটারের নতুন এ পদ্ধতি অনেক ব্যবহারকারী পছন্দ করেননি। এ সমস্যা সমাধানে সম্প্রতি ওয়েব সংস্করণ ব্যবহারকারীদের জন্য সর্বশেষ টাইমলাইন দেখার সুযোগ চালু করে টুইটার। এবার অ্যান্ড্রয়েড ও আইওএসে চলা ফোনেও সর্বশেষ টাইমলাইন দেখা যাবে। পর্যায়ক্রমে সব আইওএস ও অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য এ সুবিধা উন্মুক্ত করা হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও