যেন পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটল: ভূমিকম্পে বেঁচে যাওয়া যুবক

ঢাকা পোষ্ট তুরস্ক প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:২৭

যুক্তরাজ্যের ইয়র্কশায়ারের ২৯ বছর বয়সী যুবক টিমোথি হোয়াইটিং। ছুটি কাটাতে তিনি তুরস্কে গেছেন। কিন্তু সেখানে গিয়ে বিধ্বংসী এক ভূমিকম্পের মুখোমুখি হয়েছেন। যে ভূমিকম্প তুরস্ক-সিরিয়াজুড়ে কেবল ধ্বংসযজ্ঞ আর প্রাণহানির রেকর্ড করেছে। তুরস্কে ছুটি কাটাতে গিয়ে ধ্বংসাত্মক এই ভূমিকম্পে কীভাবে বেঁচে গেলেন তিনি সেই গল্প শুনিয়েছেন ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে।


তিনি বলেন, সোমবার ভোরের দিকে যখন ভূমিকম্প আঘাত হানে, তখন তিনি একটি গেস্ট হাউজে ঘুমিয়ে ছিলেন। ভূমিকম্পের সময় প্রচণ্ড কেঁপে ওঠে সেই গেষ্ট হাউজ। ঘুম ভেঙে যায় তার।


টিমোথি বলেন, তিনি অত্যন্ত ভয় পেয়ে যান। তবে তিনি সেখান থেকে কোনও রকমে বেরিয়ে যেতে সক্ষম হন। তিনি বলেন, আমি দ্বিতল একটি ভবনের দ্বিতীয় তলায় ছিলাম। আমার মনে হয়, এটাই ছিল আমার জন্য সৌভাগ্যের। আমাদের ওপর ভেঙে পড়ার মতো কোনও তলা ছিল না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও